ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

শাজাহানপুরে ফাহিম হত্যাকান্ডে গ্রেফতার ২

শাজাহানপুরে ফাহিম হত্যাকান্ডে গ্রেফতার ২
শাজাহানপুরে ফাহিম হত্যাকান্ডে গ্রেফতার ২। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরেফাহিম ফয়সাল শিশির (১৬) হত্যাকান্ডে ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাজাপুর উত্তর ফকিরপাড়া এলাকার মৃত রোস্তম আলী আকন্দের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫) এবং বেতগাড়ী এলাকার নূর আলমের ছেলে ওমর আলী (২২)।এদের মধ্যে শিশির হত্যা মামলায় মামুন এক নম্বর এবং ওমর দুই নম্বর আসামী।

বুধবার (১০ আগস্ট) গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন।

এর আগে,মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সাজাপুর বানারশি গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত ১১ টার পরে ফাহিম কে ঢেকে নিয়ে যায়। নিহত ১৬ বছরের ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ আগস্ট) সকালে সাজাপুর বানারশি কচুর জমির ভেতর ফাহিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ফাহিমের বুকে ও পিঠে প্রায় অর্ধশত ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,শিশির খুনের ঘটনায় তার মা জান্নাতী খাতুন শাপলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এখনও তদন্ত চলছে। দ্রুত হত্যার রহস্য উন্মোচনে থানা পুলিশ করেছে।

এনসিএন/এমআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print