এপ্রিল ২৩, ২০২৫ ৪:৪১ পিএম

শাজাহানপুরে বর্ষ বরণে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী মেলা

সারা দেশের মতো বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। 

সোমবার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলা বিএনপি।

২দিন ব্যাপী বৈশাখী মেলা প্রথম দিন সকাল ১০টায় মাঝিড়া স্কুল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নানা রঙের ব্যানার, মুখোশ,ঘোড়া গাড়ি, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

শোভাযাত্রা শেষে স্কুল মাঠে লোক শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।।

এদিকে, বাংলা নববর্ষ ১৪৩২ বরণে সকাল ৯টায় শাজাহানপুর উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকাডসহ মাঝিড়া বন্দরে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম, অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

উপজেলা বিএনপি শোভাযাত্রায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক রনি, বিএনপির নেতা আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু,যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ ইবনে আইয়ুব ছোটন,  মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি আকতার, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইবনে সাউদ, জাসাসের সভাপতি আনোয়ার হোসেন বিএনপি নেতা মোশাররফ হোসেন, শ্রমিকদলের সভাপতি আব্দুল সোবাহান পুট, সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল সহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print