ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

বগুড়ায় বাঁশঝাড়ে মিললো অজ্ঞাত নারীর লাশ

শাজাহানপুরে বাঁশঝাড় অজ্ঞাত নারীর লাশ। ছবি: এনসিএন
শাজাহানপুরে বাঁশঝাড় অজ্ঞাত নারীর লাশ। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার গন্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ। প্রাথমিকভাবে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা ও এক স্কুল শিক্ষিকা জানায়, গন্ডগ্রাম কালিতলা বাঁশঝাড় গোলাপি কালার সালোয়ার কামিজ পরিহিত একটি নারীর লাশ মৃত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। গলায় ওড়না ফাঁস দিয়ে মাটিতে বসা অবস্থায় ছিল। তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে জখম দাগ দেখা যায়।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, এখন পযন্ত মৃত‌দে‌হের প‌রিচয় জানা যায়‌নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনসিএন/এমআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print