ডিসেম্বর ১, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ

শাজাহানপুরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও তাইফুর রহমান

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান।

সোমবার (১১ আগস্ট) সকালে তিনি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির গণিত ও দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান বিষয়ে সরাসরি পাঠদান করেন।

পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। ইউএনও তাইফুর রহমান শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও মনোযোগী হয়ে পড়াশোনার পরামর্শ দেন। একইসঙ্গে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানান,“ইউএনও স্যারকে হঠাৎ শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। তিনি আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন এবং গণিতে অনেক নতুন বিষয় শিখিয়েছেন।”

দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, “স্যার ক্লাসে এসে আমাদের বিজ্ঞান বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন ও আলোচনা করেন। স্যারের ক্লাস খুব ভালো লেগেছে।”

এছাড়াও বিভিন্ন ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও পড়াশোনার সার্বিক খোঁজখবর নেন তিনি।

এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দুলাল,সিনিয়র সহকারী শিক্ষক হারেজ উদ্দিন,মুক্তা হোসেন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print