ডিসেম্বর ১, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ণ

শাজাহানপুরে মন্তা’র হত্যকারীদের শাস্তির দাবিতে উপজেলা যুবলীগের মানব বন্ধন

শাজাহানপুরে মান্তা হন্তাকান্ডের আসামীদের শাস্তির দাবিতে মানবন্ধন। ছবিঃ এনসিএন
শাজাহানপুরে মান্তা হন্তাকান্ডের আসামীদের শাস্তির দাবিতে মানবন্ধন। ছবিঃ এনসিএন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাহ্নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধে গত ৪ এপ্রিল দিন দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন চোপীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মন্তেজার ওরফে মন্তা। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল রাতে তিনি মারা যান।

স্কুল ম্যানেজিং কমিটির বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে দিন দুপুরে যুবলীগ নেতা মন্তেজার ওরফে মন্তা’র হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘটনার দিনই রক্তাক্ত ছুরি সহ ২ আসামীকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, শুধু ওই ২ আসামী নয়, হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে চিহ্নিত অনেকেই জড়িত। হত্যাকান্ডের পরিকল্পনাকারী এখনও ধরা ছোঁয়ার বাইরে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় শাজাহানপুর উপজেলা যুবলীগ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধন চলাকালে উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও অংশ নেন আলী ইমাম ইনোকী, নজরুল ইসলাম, আরিফ আজাদ পলাশ, বিপ্লব হোসেন বিপুল, এস.এম বাকি বিল্লাহ্, ইমাম হোসেন, আবু সাইদ, এস.এম নান্নু, গোলাম হোসেন, আপেল মাহমুদ, শাহ্ আলম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

মিআর/এনসিএন

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print