‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই আয়োজন করে।
মৎস্য সপ্তাহের র্যালিটি উপজেলা চত্বর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পরে উপজেলা পরিষদের পুকুরে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আওতায় তালুকদার ফজু।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোঃ রাকিবুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুস যোহরা প্রমুখ।
