বগুড়ার শাজাহানপুরে উপজেলায় মানিকদিপা থেকে অজ্ঞাতপরিচয় ৮ বছরের এক শিশুর লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মানিকদিপা উত্তরপাড়া বটতলা লাউ জমির মাঁচা থেকে গলায় দড়ি বাধা অবস্থায় শিশু লাশটি স্থানীয়রা দেখতে পায়। লাশ উদ্ধারে ঘটনার স্থানে শাজাহানপুর থানা পুলিশ কাজ চালাচ্ছে ।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম, সকাল ৭টার দিকে জমিতে কাজ করতে গেলে হাফিজার লাউ জমিতে খয়েরী কালারের পাঞ্জাবী পরিহিত অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। দড়ি দিয়ে ফাঁস দিয়ে লাউ জমিতে মাটিতে শুয়ে অবস্থায় ছিল। তার গালায় ফাঁস দেওয়া দেখা যায়।
শাজাহানপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লাহ আল মামুন জানান, রাতের আধাঁরে শ্বাষরোধ করে শিশুটিকে হত্যা ফেলে রাখছে দূবৃত্তরা। এখনও শিশুটির পরিচয় জানা যায়নি। তবে শিশুটির হত্যার রহস্য উদঘাটন ও লাশ উদ্ধার কাজ চলছে।
