ডিসেম্বর ১, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ

শাজাহানপুরে শতাধিক শিক্ষার্থীর মাঝে মেধা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে মেধা ফাউন্ডেশন। 

মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীকে তিনটি খাতা ও একটি কলম প্রদান করা হয়।

উপকরণ বিতরণ করেন মেধা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম। এ সময় মাদ্রাসার সাবেক সভাপতি ও আড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মহসীন আলী, মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ,স্বপ্নপূরণ স্কুলের পরিচালক মিজানুর রহমান, সাবেক অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন খাদেম সহ মেধা ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধি, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেধা ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সংগঠন, যা আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবায় গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, পেন্সিল ও স্কুল ব্যাগ নিয়মিত বিতরণ করে আসছে। ২০২৪ সালে সংস্থাটি বগুড়ার শাজাহানপুর উপজেলা চাঁদবাড়িয়া এলাকায় যাত্রা শুরু করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print