জুলাই ২৭, ২০২৪ ৯:২৩ এএম

শাজাহানপুরে শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

বগুড়ার শাজাহানপুরে শিশু সুরক্ষা কমিউনিটি হাবের ফ্যাসিলিটেটর এবং পিয়ার লিডারদের দুই দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

ইউনিসেফ সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শিশু বিকাশ সম্পর্কিত মডিউল জীবনের যাত্রা এবং হাব পরিচালনা বিষয়ে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সোমবার (১০ জুন) উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা, চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর রিজওয়ান সরকার, সিএসিও জিহাদুল ইসলাম প্রমূখ।

এতে শিশু সুরক্ষা হাবের প্রতিনিধি, শিক্ষিকা, মহিলা সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্প অধীনে উপজেলায় ১০টি শিশু সুরক্ষা কম হাব পরিচালিত হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print