আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
সভায় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোরশেদুর রহমান বাবুল, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান।
এছাড়া শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল আলম, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, কলামিস্ট মেজবাহুল আলমসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা জাতির মেরুদণ্ড। আপনাদের লেখনীতে জাতির উত্থান যেমন ঘটে, আবার পতনও ঘটতে পারে। তাই সত্য প্রকাশের মাধ্যমে জনগণকে সঠিক তথ্য দিন।”তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ শান্তি চায় এবং শান্তিতে বসবাস করতে চায়। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে না।”
