বগুড়ার শাজাহানপুরে বি-ব্লক এলাকা থেকে হেরোইনসহ আরিফ খান (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বি-ব্লক এলাকা থেকে মাদক বিক্রি অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আরিফ খান উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আরিফুল ইসলাম সহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আরিফ খানকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন সহ মাদক বিক্রির ৪১৮০ টাকা উদ্ধার করা হয়।এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা যায়, আসামী আরিফ খান একজন পেশাদার মাদক ব্যবসায়ী।তার নামে মাদক,গণধর্ষণ,মারামারি সহ একাধিক মামলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানায় আরিফ খান ও তার ভাইয়েরা মাদক ব্যবসার সাথে জড়িত।
এ বিষয়ে এস আই আরিফুল ইসলাম বলেন,মাদক ব্যবসায়ী আরিফকে পাঁচ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আরিফ খান থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এনসিএন/বিআর
