অক্টোবর ২৯, ২০২৪ ১০:১৫ পিএম

শাজাহানপুর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ফ্রি মেডিকেল ক্যাম্প

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী শাজাহানপুরের শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চোপীনগর ইউনিয়নের প্রায় ৫০০ জন এ মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা গ্রহণ করেন।

সংসদের জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

সংসদের জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দারুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, উপজেলা বিএনপি নেতা এমরান হোসেন,আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজুন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র সহ সংসদের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print