অক্টোবর ২, ২০২৩ ৭:৫৪ এএম

শাজাহানপুর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ১, ২ ও ৬ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে দুবলাগাড়ী হাট সংলগ্নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।

খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম খাঁন মহব্বতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীউল হক গাজী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল বাশার।

সম্মেলনে খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল আলীম,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী, সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ রাজু, দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল মন্ডল, খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, আব্দুল ওয়াদুদ মুকুল, আব্দুর রশিদ, আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের সদস্যবৃন্দ শাকিল আহম্মেদ, শাহ আলম নান্নু, শাহ আলম, সাজু মিয়া, যুবলীগ নেতা লাল মিয়া, আইয়ুব আলী, রবিউল ইসলাম, রেজাউল করিম, মনিরুজ্জামান, খোরশেদ আলম, নাসির উদ্দিন, জিয়াউর রহমান কাইয়ুম প্রমূখ।

সম্মেলনে ১নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মোঃ নাছির উদ্দীন, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান কাইয়ুম এবং ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ সোহান, সাংগঠনিক সম্পাদকঃ মোঃ কামরুজ্জামান সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এনসিএন/বিআর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সম্পর্কিত