বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও শেরপুর উপজেলা বিএনপির আয়োজনে দরিদ্র ও অসহায়দের মাঝে শুভেচ্ছা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (তারিখ) সকাল ১১টায় উপজেলার খেজুরতলা শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবদলের আহ্বায়ক আশরাফিুদ্দৌলা মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাউছার কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম শাওন, মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, শাহজান পারভীন, সুইটি, বিলকিসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সব ধর্মের মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় রাখতে কাজ করে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এরই অংশ।