বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ) বিকেলে বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।
বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার ওবায়দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক প্রতীপ কুমার চাকী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কাওছার আলম বাবু, ইউনিয়ন যুবদল সভাপতি আলিফ, ছাত্রদল সভাপতি সাগর, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক মিজান, নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী।
অনুষ্ঠানে তিনটি ওয়ার্ডের সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতি সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে উৎসবমুখর করে তোলে।