তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়ার শেরপুর উপজেলায় আল খাদিম ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীসহ স্থানীয় ৮শ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আল খাদিম ফাউন্ডেশনের সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি আইয়ুব আলী, আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক রাসেল রানা, দপ্তর ও প্রচার সম্পাদক রাজিব রানা, ফয়সাল, তারেক রহমান, সাব্বির হোসেন, রাব্বি, ইনছান, নূর ইসলাম প্রমুখ।