বগুড়ার শেরপুরে বৈষম্য বিরোধী বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য সদস্যরা।
গত সোমবার রাত ৮টায় উপজেলার খন্দকার পাড়া এলাকায় নবগঠিত আহবায়ক ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান উক্ত সমিতির সদস্যরা। তারা জানান, গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের খন্দকার পাড়া এলকায় একটি কক্ষে এ কমিটি গঠন করা হয়েছে। এতে মনিকা ফার্মেসির স্বত্বাধিকারী সুমির কুমার অধিকারীকে আহবায়ক ও খান এন্ড রিয়াদ ফার্মেসির আলহাজ্ব জহুরুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল করিম, আনোয়ার হোসেন, হেকিম শাহাদাত হোসেন, জাকির হোসেন, হেকিম জহুরুল ইসলাম ভান্ডারি, আব্দুল করিম ২, মোত্তালিব হোসেন, সাইফুল ইসলাম লেলিন, ফরহাদ হোসেন মুন্না, সাজ্জাদ সরকার, ওবায়দুর রহমান, আব্দুর নূর সরকার জিন্নাহ, জাকির হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তার দোসরদের দ্বারা গঠিত বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির শেরপুর উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। এবং নতুন করে শেরপুরে বৈষম্য বিরোধী কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।