রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী বলেন, রাকসু নির্বাচন ঘিরে সংঘবদ্ধ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তিনি বলেন, এটা ছাত্ররাজনীতির ইতিহাসে আরেকটি কলঙ্কজনক মুহূর্ত রচিত হচ্ছে। এনসিপি-শিবির ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠনের দাবি-প্রস্তাবনা প্রতি বিন্দুমাত্র সম্মান না করে, বরং স্পষ্টভাবে অবজ্ঞা করে তফসিল ঘোষণা করা হয়েছে। প্রশাসন এনসিপি-শিবিরের গোপন কাগজপত্র ছাড়া কোনো কিছু দেখতেই রাজি নয়। এটা একটা ফরমায়েশি তফসিল।
