জুলাই ১৪, ২০২৫ ১:৫৯ এএম

সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি বন্ধ করার একমাত্র শক্তি ছাত্র জনতা এবং এনসিপি; সামান্তা শারমিন

Oplus_16777216
Oplus_16777216

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, প্রত্যেকটি এলাকায় সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি হচ্ছে। এসব বন্ধ করার একমাত্র শক্তি ছাত্র জনতা নাগরিক এবং এনসিপি। সকলে মিলে এমন প্রতিরোধ গড়ে তুলবে। এদেশে কোন ধরনের সন্ত্রাস কোন ধরনের দখলদারিত্ব কোন ধরনের চাঁদাবাজি আমরা মেনে নেব না। আপনারা সকলেই একএক জন পাহারাদার, এক একজন প্রতীরক্ষাকারী এবং আপনারা প্রতিটা মানুষকে রক্ষা করবেন। এবং আমরাও আপনাদের সাথে থাকবো।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিচার,সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নানান রকম সমস্যা রয়েছে। আমরা একটা গণঅভ্যুত্থান সংগঠিত করেছি কিন্তু এই ধরনের সমস্যা আমরা দূর করতে পারিনি। কেন পারিনি? কারণ এই কাঠামোটা ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট কাঠামো আমাদের পরিবর্তন করতে হবে। এবং বাংলাদেশের ছাত্র তরুণরা এই ফ্যাসিস্ট কাঠামো দূর করার দায়িত্ব নিয়েছে। এই কাঠামো আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা যুদ্ধ করেছি মাঠে, খালি হাতে পুলিশের গুলির সামনে এবং আমরা যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত।

সামান্তা আরও বলেন, আমরা জানি প্রত্যেকটা জেলার সদর হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়, ডিগ্রী কলেজ গুলোতে শিক্ষার মান এবং স্বাস্থ্যের মান নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ জায়গায়র শিক্ষা এবং স্বাস্থ্য যদি পরিবর্তন না হয়। আমরা কিভাবে এমন জনগোষ্ঠী গড়ে তুলব? যেই জনগোষ্ঠী ভবিষ্যতে আমাদেরকে ইন্ডিয়ার মত পরাক্রমশালী শক্তির সাথে লড়াই করতে তৈরি করবে।

তিনি বলেন, আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে যেই লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই, আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, আমাদের এই ৯৬ থেকে ৯৮ পার্সেন্ট জনগোষ্ঠী মুসলিম। আমাদের ওপর দায়িত্ব আছে। আমাদের দেশের একটা মানুষও যদি অভাবে থাকে, অশান্তিতে থাকে, তাদের শান্তিতে রাখার আগ পর্যন্ত আমরা ঘড়ে ফিরে যাব না।

সামান্তা শারমিন আরোও বলেন, আপনারা সকলে সাক্ষী থাকবেন এনসিপি আপনাদের সঙ্গে ওয়াদাবদ্ধ। আমরা কখনো আপনাদের ওয়াদা ভঙ্গ করবো না। এবং আমরা তরুণরা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করবেন। যদি আমরা আমাদের ওয়াদা পূরণ না করি আপনারা আমাদেরকে মসনদ থেকে নামিয়ে ফেলবেন।

এ সময় উপুস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান নেতারাও।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print