জুলাই ১৩, ২০২৫ ৯:০২ পিএম

সরানো হবে জ্যামের ভোগান্তি ঢাকা বাসস্ট্যান্ড

অবশেষে সরানোর সিদ্ধান্ত হয়েছে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড। ইতিমধ্যেই নওগাঁর বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা সরকারী জমি পৌরসভার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন এমন তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ পৌর সভার প্রশাসক ও ডিডিএলজি টি.এম.এ. মমিন। আর যুগান্তকারী এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুতই বাস্তবায়নের দাবী জানিয়েছে জেলার সর্বস্তরের জনগণসহ সচেতন মহল।

স্থানীয় অনেকেই জানান, নওগাঁ শহরের প্রধান গলার কাঁটা হচ্ছে প্রধান সড়কের পাশে গড়ে ওঠা অপরিকল্পিত ঢাকা বাসস্ট্যান্ড। নওগাঁ শহরে প্রবেশের প্রধান সড়কের দুই পাশে বাস রাখার কারণে প্রতিদিনই যানজটে পড়তে হয় শহরবাসীসহ চলাচলকারী পথচারীদের। বর্তমানে যানজটের নাকালে অতিষ্ঠ নওগাঁবাসী। ঈদের সময় এই যানজট তীব্র আকার ধারণ করে। যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে শত শত কর্মঘন্টা। বিগত সময়ে রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের স্বার্থের কারণে কখনোও এমন জটিল সমস্যা সমাধানের কথা ভাবেননি। কিন্তু এখন সময় এসেছে একটি যানজট মুক্ত পরিচ্ছন্ন নওগাঁ শহর বিনির্মাণ করার। এমন উদ্দ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে প্রশাসনকে নওগাঁর সকল মহলের মানুষরা সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে।

অটোচালক তপন বলেন, এই ঢাকা বাসস্ট্যান্ডের কারণে শহরের পানি উন্নয়ন বোর্ড থেকে তাজের মোড় পর্যন্ত জ্যাম লেগেই থাকে। মাঝে মাঝে ৫ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগে ৫০ মিনিট। এই বাসস্ট্যান্ড অন্য জায়গায় নিয়ে গেলে শহরের জ্যমের ভোগান্তি যেমন কমবে, আমাদের ভাড়াও বাড়বে। রোজগার বেশি হবে।

সরানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে নওগাঁ পৌর সভার প্রশাসক টি. এম. এ. মমিন মুঠোফোনে জানান, অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা এই বাসস্ট্যান্ডের কারণে প্রতিনিয়তই যানজটের কবলে পড়তে হচ্ছে পথচারীদের। এই বাসস্ট্যান্ডের কারণে শহরের তাজের মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড অফিস পর্যন্ত প্রায়শ যানজট লেগেই থাকে। অথচ নওগাঁর কেন্দ্রীয় বাস টাির্মনাল অবস্থিত শহরের বালুডাঙ্গায়। যেখান থেকে আন্ত:জেলার সকল বাস চলাচল করে। কিন্তু শুধুমাত্র ঢাকা ও বগুড়াগামী বাসস্ট্যান্ড পড়ে আছে শহরের প্রবেশদ্বারে।

তিনি আরও বলেন, বর্তমান জেলা প্রশাসক স্যার শহরের যানজটের প্রধান কারণ এই বাসস্ট্যান্ড বালুডাঙ্গা এলাকায় নিজস্ব জায়গায় স্থানান্তরের উদ্দ্যোগ গ্রহণ করেন। সেই উদ্দ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই ডিসি স্যার বালুডাঙ্গা বাস টার্মিনালে থাকা জমি পৌর সভার কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন। জমি পাওয়ার পর প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। নওগাঁবাসীর সার্বিক সহযোগিতা পেলে দ্রুতই স্থানান্তর করতে সক্ষম হবো। সেই সাথে গণমাধ্যমকর্মীদের বিষয়টি প্রচারের আহবান জানান এই কর্মকর্তা।

জানা যায়, বাসস্ট্যান্ডের এই এলাকায় জেলা স্টেডিয়াম, ফায়ার সার্ভিস অফিস, পানি উন্নয়ন বোর্ডসহ অনেক গুরুত্বপূর্ণ সরকারি প্রধান অফিসগুলো অবস্থিত। যার ফলে জরুরী প্রয়োজনে শহরের মধ্যে প্রবেশের সময় যানজটের কারণে ব্যাহত হয়ে আসছে নানা কর্মকান্ড।

প্রতিদিনই যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে কর্মঘন্টা। অথচ কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্ধারিত জায়গা থাকলেও বছরের পর বছর ধরে সেখানে না গিয়ে শহরে যানজটের সৃষ্টি করে আসছে ঢাকা বাসস্ট্যান্ড।

আর এমন উদ্দ্যোগ বাস্তবায়ন হলে অনেকটাই যানজট মুক্ত হবে নওগাঁ শহর। ধীরে ধীরে নওগাঁ শহরকে দুর্ভোগ আর দুর্দশার নয় একটি নিরাপদ, বাসযোগ্য আধুনিক ও পরিচ্ছন্ন মডেল শহর হিসেবে বিনির্মাণ করতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানান সচেতন মহল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print