ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র (সাবেক মিল্লাতিয়ান) সাজিদকে শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে মিল্লাত পরিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সোমবার ( ৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, সাজিদ ছিলেন একজন প্রথম সারির জুলাই যোদ্ধা। আমরা ইবি প্রশাসনকে ধিক্কার জানায়, যে ( সাজিদ) ক্লাসে গেলে ও বাইরে গেলে তার সাথে ৮ থেকে ১০ জন থাকে আর সে পুকুরে পড়ে মারা গেলো এটা অনেক কষ্টের আর এর পুরো দায় ইবি প্রশাসনের যারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আর বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি থাকবে দেশের নিরাপত্তা ব্যবস্হা এমন দুর্বল হওয়ার কারনে এই হত্যা কান্ড গুলো হচ্ছে আমরা চাই নিরাপদ ক্যাম্পাস ও বাংলাদেশ।
