বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা করেছে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
সোমবার বিকেল ৫ টায় উপজেলার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহরের রেলগেট গোল চত্বরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্যের আয়োজন করা হয়।

সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র ফিরোজ মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ও বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
আরও বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, সান্তাহার ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন।

এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল, সান্তাহার পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ সকল ইউনিয়ন ও পৌর শহরের বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথসভায় অংশগ্রহণ করেন।
