ডিসেম্বর ১, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

সাবেক এমপি সুজনের জামিন না’মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নতুন আরও একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৭ নভেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে তোলা হলে এ রায় দেন।

এ মামলার বাদি চৌধুরী জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সেন্টারপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, মামলার বাদি আশরাফুল ইসলাম চৌধুরী ওই উপজেলার মধুপুর নয়াদিঘি আলিম মাদ্রাসার অধ্যক্ষ। সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন ওই আসনের এমপি হওয়ায় অন্যায়ভাবে মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন।

কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ বিরোধিতা করায় তার লোকজন দিয়ে হত্যার উদ্দেশে মারধর করে পা ভেঙে দেন। সেইসঙ্গে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এছাড়াও ওই মামলায় আরও বেশকিছু অভিযোগ উল্লেখ করা হয় আসামির বিরুদ্ধে।

পরবর্তীতে উপায় না পেয়ে গেল ২২অক্টোবর বালিয়াডাঙ্গী থানায় হাজির হয়ে সাবেক এমপিসহ ২৯ জনের নাম উল্লেখসহ আরো ৬০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন।

ওই মামলায় বুধবার তাকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানিতে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হলে জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনদিন জেল গেটে জিজ্ঞাসাবাদে করার নির্দেশও দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print