লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমান সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের যে উদ্যোগ গ্রহণ করছেন তা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। দেশের মানুষ বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে বিএনপি সম্মুখ সারিতে থাকবে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় গোড়ল ইউনিয়ন পরিষদ মাঠে কালীগঞ্জ উপজেলা গোড়ল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ পনের বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামে আমাদের অনেক সহযোদ্ধা গুম–খুনের শিকার হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। তাদের এই আত্মত্যাগ ছিল গণতন্ত্র, দেশ ও জাতির জন্য। তাই শহীদদের সম্মানিত করতে আমাদেরকে অবশ্যই সৎ পন্থা অবলম্বন করতে হবে।
এ সময় বিশেষ অতিথি শামসুজ্জামান সবুজ বলেন, গত পনের বছর আমরা গণতন্ত্রের জন্য, দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য যুদ্ধ করে আসছি। শেখ হাসিনার পলায়নের মাধ্যমে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশে দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় মসনদে বসানোর আগ পর্যন্ত আমাদের সচেষ্ট থাকতে হবে। জিয়া পরিবারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সকল চক্রান্ত রুখে দিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকতে হবে।
গোড়ল ইউনিয়নের গাজর উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন ও বিএনপির অঙ্গ সহজে সংগঠনের নেতা কর্মীরা প্রমুখ।
