ডিসেম্বর ১, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

সিটি কলেজ ও আইডিয়াল কলেজ

সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

পূর্বশত্রুতার জেরে রাজধানীর সায়েন্সল্যাবে আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার বিকেল ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা থেমে থেমে চলছে। এ ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসফেরত যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন।

এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের এক সহপাঠীকে মারধর করে, খবর পেয়ে সিটি কলেজে যায় তারা। পরে তাদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেছেন, দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে রয়েছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি এখন কিছুটা শান্ত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print