ডিসেম্বর ১, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার 

Oplus_16908288
Oplus_16908288

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত থেকে মো. আরাফাত হোসেন (৪০) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ মে) সকালে সলঙ্গার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় এঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন হাটিকুমরুল গোল চত্বর এলাকার সিল্ক সিটি হোটেলের কর্মচারী ছিল, সে ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে সকালে হাটিকুমরুল গোলচত্বরে হাইওয়ে রেস্ট হাউজের পিছনে ফাঁকা জায়গায় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ইটের আঘাতে মুখ থেতলে দেয়া হয়েছে। মরদেহে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে কি ভাবে হত্যা করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print