ডিসেম্বর ১, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

Oplus_16777216
Oplus_16777216

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী তাহাজ্জত হোসেন ভুইয়া বাদী হয়ে ৫ জনকে আসামী করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (২৭ আগষ্ট) হাটিকুমরুলের চরিয়া শিকার উত্তর পাড়া গ্রামের মৃত বাহাদুর আলীর শেখের ছেলে আব্দুস সালাম (৫২), সাইদুর রহমান শেখ এর ছেলে রেজাউল করিম (৪২), আল আমিন শেখ (৩৩), বাহাদুর আলী শেখ এর ছেলে হায়দার আলী (৬৫), হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম বাবু মিয়া(৩০) নামে এই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে যানাযায়, হাটিকুমরুলের চড়িয়া শিকার উত্তর পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন ভুইয়ার ছেলে তাহাজ্জত হোসেন (৩৫) চরিয়া শিকার মৌজার ১৩০৭ নং দাগের জমির পরিমাণ ৩৮ শতকের এর কাতারে দক্ষিণ পূর্ব ছাহাম হইতে ৮শতক এবং একই দাগের দক্ষিণ ছাহাম হইতে ১০শতক ও ১৩০৭ নং দাগের দাগের ৮ শতক সহ ১৩১৩ নং দাগের জমির পরিমাণ ২০শতকের কাতারে ৯ শতক পূর্ব ছাহাম হইতে ১৩১৭ নং দাগের ২৮ শতকের কাতে ০৬ শতক দক্ষিন ছাহাম হইতে মোট ৪১ শতক জমি ক্রয়সূত্রে মালিক।

ক্রয় করা এই জমি তাহাজ্জত হোসেন ভুইয়া দীর্ঘদিন যাবত ভোগ করে আসছিলেন। ভোগ দখল থাকাকালিন অবৈধ স্বার্থের লোভে অভিযুক্তরা দীর্ঘদিন যাবত তার ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করার জন্য পায়তারা করে আসছিলেন।

এরই এক পর্যায়ে বুধবার সন্ধায় ভুক্তভোগী তাহাজ্জত হোসের অভিযুক্তরা ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করতে, তাদের পেশী শক্তি প্রয়োগ করে, দেশীয় আস্ত্র সস্ত্র নিয়ে টিন, বাঁশ দিয়ে জোর পূর্বক ভাবে ঘড় নির্মান শুরু করেন। তাদের ঘড় নির্মাণে বাধা দিলে অভিযুক্তরা প্রকাশ্যে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখান এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

এ ব্যপারে সরেজমিনে গিয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা বলেন, আমাদে পৈত্তিক সম্পত্তি আমরা দখল করে ঘড় নির্মাণ করছি। অভিযোগ দিয়ে আমাদের ঘড় নির্মাণ কেউ বন্ধ রাখতে পারবে না।

এ বিষয়ে সংঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু করনীয় নেই। কোর্টের মামলা করতে বলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print