জুন ১৮, ২০২৫ ৬:৩৫ পিএম

সিরাজগঞ্জে নদীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবিঃ প্রতীকী ছবি
ছবিঃ প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদী থেকে অজ্ঞাত (৩৫) যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার ফুলজোড় নদীর ধানগড়া পুরাতন খেয়া ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ধানগড়া এলাকার পুরাতন খেয়া ঘাট এলাকায় ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

নৌ পুলিশের এসআই মো. সজিব হোসেন রাজু বলেন, ‘ধারণা করছি নিহতের বয়স ৩৫ বছর। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’ ওই যুবক ঠিক কবে মারা গেছেন তা জানা যাবে তদন্তের পর। তার শরীরে প্যান্ট ছাড়া কোনো কাপড় নেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print