অক্টোবর ১৫, ২০২৫ ৮:১৪ পিএম

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: র‌্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার   দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। 

মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  র‌্যাব জানায়, গত ৩ অক্টোবর রাতে কড্ডার মোড়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল  তিন-চার ফুট লম্বা রামদার মতো দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেট কার থামিয়ে  হামলা চালায়  যাত্রীদের মারধর করে এবং মালামাল লুট করে। সেই ডাকাতির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের হলে ২৪ ঘন্টার মধ্যে গত ৬ অক্টোবর বিকেল ৫ টার সময়  র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের  সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় ২টি পৃথক অভিযান চালিয়ে  ২ জন  আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মোঃ রহম আলী শেখের ছেলে মোঃ বাবু (৩৪) ও সায়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।

গ্রেপ্তারকৃত আসামীদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র  সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print