অক্টোবর ৯, ২০২৪ ২:৪৫ এএম

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জামাদি। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) মনোনীত দুজন প্রার্থীসহ স্বতন্ত্র দুজন প্রার্থী ভোটের মাঠে আছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। তবে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগেই বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে নতুন করে এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এ আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। তাঁদের মধ্যে পুরুষ এক লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী রয়েছেন এক লাখ ৭৯ হাজার ১৫৯ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print