লালমনিরহাট জেলা হাতীবান্ধায় উপজেলায় ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে পারিবারিক কলহের জেরে ফজলে রহমান (৩৩) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার (১১ জুন) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফজলে রহমান ওই এলাকার মোস্তফা রহমানের ছেলে৷
নিহতের পরিবার জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসেন ফজলে রহমান। এর কয়েকদিন পর তার স্ত্রী শেফালী বেগমকে বাবার বাড়ি থেকে নিয়ে আসেন তিনি৷ এমতাবস্থায় গত মঙ্গলবার (১০ জুন) দুপুরে স্ত্রী শেফালি বেগমকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেদিন রাতেই স্ত্রীকে রেখে বাড়িতে ফিরেন ফজলে রহমান৷ পরদিন বুধবার সকালে অনেক বেলা হলেও ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে বিষপান অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।
ফজলে রহমান বড় ভাই ফরিদ হোসেন বলেন, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব বিবাদ চলছে। এরমধ্যে ঈদের দাওয়াত খাইতে ঢাকা থেকে বাড়িতে আসছে। এরপর বাড়ি থেকে ওর স্ত্রীসহ শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে যায়৷ পরে ওর স্ত্রীকে রেখে বাড়িতে আসে ফজলে। সেদিন রাত ১১ পর্যন্ত বাড়িতে আমরা সবাই একসাথে কথা বলেছি৷ ভালোই ছিলো। ফজলে রাতে বিষ খাইছে সেটা সঠিক জানি না। সকাল বেলা অনেক ডাকাডাকির পরও তার ঘুম না ভাঙ্গলে ঘরের দরজা ভেঙে তাকে হাসপাতালে নিয়ে আসি৷
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, বিষপানের ঘটনায় হাতীবান্ধা হাসপাতালে লাশের ওখানে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
