জুলাই ১৩, ২০২৫ ৯:৪৮ পিএম

‘হামলার অনেক আগেই ফোরদো পারমাণবিক কেন্দ্র খালি করা হয়েছে’

Oplus_16908288
Oplus_16908288

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ফোরদো পারমাণবিক কেন্দ্র হামলার অনেক আগেই খালি করা হয়েছে। হামলায় অপূরণীয় কোনও ক্ষতি হয়নি।

রোববার (২২ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ কথা লেখেন তিনি। খবর আল জাজিরা।

মাহদি মোহাম্মদী বলেন, মার্কিন হামলার বিষয়টি আগেই অনুমান করা হয়েছিল। তাই পূর্বেই ফোরদো পারমাণবিক কেন্দ্রটি খালি করা হয়েছিল।

পোস্টে তিনি আরও লেখেন, জ্ঞানকে বোমা দিয়ে হত্যা করা যাবে না এবং দ্বিতীয়ত জুয়াড়িরা এবার হেরে যাবে।

এর আগে, ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করছে দেশটি। তবে তবে যুক্তরাষ্ট্রই হামলা চালিয়েছে কি না তা স্পষ্ট করেনি তেহরান।

রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোষ্টে ট্রাম্প লেখেন, আমরা ইরানের ফোরডো, নাতানজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা করেছি। বর্তমানে সকল বিমান ইরানের আকাশসীমার বাইরে। ফোরডো পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায় পূর্ণ হামলা করা হয়েছে। সকল বিমান নিরাপদে ফিরছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print