বগুড়ার সাবগ্রাম থেকে জাল টাকাসহ মাসুদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সাবগ্রামের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ৩০টি পাঁচশত টাকার নোট উদ্ধার করা হয়। মাসুদ আলী সদর উপজেলার বড় টেংড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবগ্রামের চারমাথা এলাকায় শিক্ষার্থী ছাউনির নিচে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০টি পাঁচশত টাকার নোট জব্দ করা হয়েছে।
অন্যদিকে শহরের তিনমাথা রেলগেট থেকে আরিফুল ইসলাম (২৯) নামের আরেক যুবককে গ্রেপ্তার করেছে সংস্থাটি। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। সে ইসলামপুর হরিগাড়ী নয়াপাড়া নিলু প্রামানিকের ছেলে। এর আগেও আসামী আরিফুলের বিরুদ্ধে ০১ টি অস্ত্র আইনে মামলা ছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এনসিএন/এআইএ
