ডিসেম্বর ১, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

২০২৫ আমাদের বিপ্লবের সেশন : নাজমুল ইসলাম

গত ৫ই আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ নতুন একটি বাংলাদেশ দেখেছে। তবে মানুষের মনের মত দেশ গঠন সম্ভব হয়নি। দেশকে তৃণমুলে গঠন করতে হলে নির্বাচন প্রয়োজন। নির্বাচনে বৈষম্য দূর করতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম।

তিনি বলেন আরো বলেন, পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নাগরিকদের কাছে মুখ্য বিষয় নয়। নাগরিকরা এই বাহিনীগুলোর চরিত্রে পরিবর্তন চায়। জান-মালের নিরাপত্তা নিশ্চিতের নিশ্চয়তা চায়। ঘুষ বাণিজ্য, দুর্নীতি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সরকার দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে এদের কখনো দেখতে চায়নি ভবিষ্যতেও দেখতে চায় না।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সাপাহার গোডাউন পাড়ায় আইসিএবি মিলনায়তনে থানা সভাপতি শাকীল হোসাইন এর সভাপতিত্বে আল-আমীন হোসেন এর সঞ্চালনায় সাপাহারে থানা সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজমুল ইসলাম আরো বলেন, শুধু পোশাক পরিবর্তন করা হলে মানুষের করের টাকা নষ্ট হবে, লাভবান হবে কয়েকজন ঠিকাদার। সমস্যা পোশাকে নয়, পুরো সিস্টেমে। পোশাক পরিবর্তন গুরুত্বপূর্ণ বিষয় নয়। সবচেয়ে জরুরি হলো চরিত্র পরিবর্তন। নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে প্রস্তুত করে তাদের বিভিন্ন জায়গায় বসাতে হবে। উন্নত নৈতিকতাসম্পন্ন মানুষ পেতে হলে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে হবে। তাদের আত্মশুদ্ধি করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া শিক্ষাব্যবস্থা দিয়ে নৈতিকতাসম্পন্ন সৎ ও যোগ্য মানুষ গড়ে তোলা সম্ভব নয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান সাঈদ, সাপাহার থানা সভাপতি শাকীল হোসাইন সহ জেলা শাখার ও থানা ইউনিয়ন প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print