জুন ১৮, ২০২৫ ৬:৫১ পিএম

২০ নারী-শিশুকে ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠালো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, শিশু সহ ৭ জনকে এবং দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোরে এই দুই সীমান্ত দিয়ে মোট ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশী নাগরিক কি-না, তা যাচাই-বাছাই চলছে।

বিজিবির সূত্রে জানা গেছে, দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের ( বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার এনায়েতপুর সীমান্ত দিয়ে ভারতের কুশমণ্ডি থানার মোল্লাপাড়া গেট দিয়ে বিএসএফ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করে। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে।

অন্যদিকে, একই ব্যাটালিয়নের অধীনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপি সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মইন হাসান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print