আগামী ২৫মে রবিবার থেকে নওগাঁয় শুরু হতে হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়াড়দের বের করে আনতে এই টুর্ণামেন্টের আয়োজন।
ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। প্রকাশ করা হয়েছে ফিকচার।
জেলা স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এমন তথ্যই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলার ১১টি উপজেলার দল নিয়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
এমন আয়োজন জেলাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনবে বলে মনে করছেন নওগাঁর স্থানীয় ক্রীড়াবিদরা।
প্রকাশিত টুর্ণামেন্টের ফিকচার অনুসারে আগামী ২৫মে রবিবার জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে পোরশা উপজেলা দল বনাম পত্নীতলা উপজেলা দল খেলবে। এরপর ২৬ মে সাপাহার বনাম আত্রাই
উপজেলা দল, ২৭ মে রাণীনগর উপজেলা দল বনাম ধামইরহাট উপজেলা দল, ৩০ মে বদলগাছী বনাম নিয়ামতপুর, ৩১ মে নওগাঁ সদর উপজেলা দল বনাম মহাদেবপুর উপজেলা দল খেলবে। ফাইনাল খেলার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে ফিকচারে উল্লেখ করা হয়েছে।
প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ফুটবল খেলোয়াড়দের নিয়ে উপজেলা ভিত্তিক দল গঠন করা হয়েছে। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের দল গঠন করেছে।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এক সময় ফুটবল ও হ্যান্ড বল খেলার জগতে নওগাঁর সুনাম ছিল। জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এনামুল হক, আজিম উদ্দিনসহ মাঠ কাপানো অসংখ্য ফুটবল খেলোয়াড়দের জন্ম হয়েছে এই নওগাঁয়। কিন্তু ৯০দশকের পর থেকে বিভিন্ন কারণে খেলার জগত থেকে ধীরে ধীরে নওগাঁর সুনাম হারাতে বসে। নওগাঁর সেই হারানো ঐতিহ্য ফিরে আনতে নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। সর্বশেষ ১৯৯১-৯৪সাল পর্যন্ত নওগাঁতে আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। এরপর দীর্ঘ ৩০বছর এই টুর্ণামেন্ট আর অনুষ্ঠিত হয়নি।
বর্তমান ও আগামী প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করতে এবং ঝিমিয়ে পড়া জেলা ক্রীড়া সংস্থাকে নতুন করে উজ্জ্বীবিত করার উদ্যোগের অংশ হিসেবেই আগামী ২৫তারিখ থেকে এই ফুটবল টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে করে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়াড়দের বের করে আনা অনেক সহজ হবে। পরবর্তিতে আন্ত:জেলা পর্যায়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।
রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান বলেন, প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ফুটবল খেলোয়াড়দের খুঁজে বের করে আনতে এবং আগামীর জন্য সুস্থ্য ও মেধা নির্ভর একটি জাতি গড়তে জেলা প্রশাসক স্যারের এমন উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবীদার। ইতিমধ্যেই খেলোয়াড় বাছাই করে উপজেলা দল গঠন করা হয়েছে। আশা করছি রাণীনগর উপজেলা দল ভালো খেলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, একটি সুস্থ্য ও মেধাবী জাতি গঠনে নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। কিন্তু দিন দিন আমরা নিজেদেরকে দূরে সরে রাখছি। বিশেষ করে যুব সমাজ খেলাধুলা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে সমাজে অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। অথচ নিয়মিত খেলাধুলা করলে সকল খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়াড়দের খুঁজে বের করে একটি শক্তিশালী ফুটবল দল গঠন করার কোন বিকল্প নেই। এতে করে নওগাঁর যুবকরা ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে উঠবে। তাই নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহী করতেই মূলত আন্ত:উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে। আশা রাখি নওগাঁবাসী জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।