ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ণ

অবৈধ পন্থায় বৈদ্যুতিক সামগ্রী ক্রয়- বিক্রয়, ব্যবসায়ীকে জরিমানা

অবৈধ পন্থায় পণ্য ক্রয় এবং অধিক লাভে বিক্রয়ের দ্বায়ে বগুড়ায় আল মদিনা ইলেকট্রিককে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সরকারি পরিচালক ইফতেখার আলম রিজভী। ছবিঃ এনসিএন
অবৈধ পন্থায় পণ্য ক্রয় এবং অধিক লাভে বিক্রয়ের দ্বায়ে বগুড়ায় আল মদিনা ইলেকট্রিককে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সরকারি পরিচালক ইফতেখার আলম রিজভী। ছবিঃ এনসিএন

তীব্র গরম এবং লোডশেডিং এ অতিষ্ট জনজীবন।

এমন পরিস্থিতিতে চার্জার ফ্যান এবং চার্জার লাইটের চাহিদা বেড়েছে পূর্বের তুলনায় কয়েকগুণ। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অসৎ পন্থা অবলম্বন করে অধিক মূল্যে চার্জার ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী বিক্রয় করছে। এতে করে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

এরই জের ধরে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার জাতীয় ভোক্তা অধিকারের বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখার আলম রিজভী।

জেলা শহরের মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আল মদীনা ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্সের স্বত্ব্বাধীকারি মোঃ আব্দুল কাদেরকে অবৈধ পন্থায় চার্জার ফ্যান ক্রয় এবং ক্রয় মূল্য ৪ হাজার ৮ শত টাকার ফ্যান এক হাজার দুইশত টাকা থেকে ২ হাজার টাকা অধিক লাভে বিক্রয়ের দ্বায়ে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তীতে এমন কাজ না করার প্রতিশ্রুতিতে সতর্কবানী দেন।

এসময় জেলা পুলিশের একটি চৌকশ দল সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print