অক্টোবর ১, ২০২৫ ১:৫৫ এএম

প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

অবৈধ সম্পদ ও মানিলন্ডারিং আইনে স্ত্রী-পুত্রসহ শ্রমিক নেতা হেলালের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: সামছুদ্দিন শেখ হেলাল।ছবি: সংগৃহীত
বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: সামছুদ্দিন শেখ হেলাল।ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: সামছুদ্দিন শেখ হেলাল এবং তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুদক। গতকাল রবিবার বগুড়া দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে তার বিরুদ্ধে এই তিনটি মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

তথ্য বিবরনী সূত্রে জানা যায়, সম্পদ বিবরনী ঘোষনায় জ্ঞাত আয় বহির্ভূত ৯ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯২৬ টাকা আয় বহির্ভূত সম্পদ এবং ১ কোটি ২ লাখ ৪৯ হাজার ৩৫৭ টাকা সম্পদ তার দ্বিতীয় স্ত্রীর নিকট হস্তান্তর করার অপরাধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা করা হয়।

এছাড়া এই মামলায় ২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৯৮৩ টাকা ৪১ পয়সা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও ১ কোটি ৭২ লাখ ১২ হাজার ৪৩৯ টাকা পরিমাণ সম্পদ দ্বিতীয় স্ত্রী জমজমের কাছে হস্তান্তরের অভিযোগে সামসুদ্দিন শেখ হেলালের স্ত্রী হেলেনা পারভীনের বিরুদ্ধে অপর মামলা রেকর্ড করা হয়।

এছাড়া ২ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সামসুদ্দিন শেখ হেলালের ছেলে হোসাইন হাবীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

এনসিএন/সআ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print