আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ নাগরবন্দর থেকে আমতলী মোড় পর্যন্ত এসে জনসমাবেশে পরিণত হয়।
মিছিলে অংশগ্রহণ করে হাজার হাজার জনতা। শিবগঞ্জের গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষ এই মিছিলে যোগ দেন। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয়তাবাদী শক্তির পতাকা ও তারেক রহমানের ছবি হাতে নিয়ে ‘গণতন্ত্রের জয় হোক’ ‘ফ্যাসিবাদ নিপাত যাক”, “শেখ হাসিনার বিচার চাই” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।
শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলমের নির্দেশনায় ও পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই বিজয় মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাস্টার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, রোকন উদ্দ দ্দৌলা রুবেল, আব্দুল হান্নান আনোয়ার ইসলাম মুকুল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। মিছিল শেষে জন-সমাবেশে শহীদদের স্মরণে দোয়া করা হয়।
শিবগঞ্জে এই বিজয় মিছিল ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং অত্যন্ত উদ্দীপনাময়। স্থানীয়রা জানান, শিবগঞ্জে এমন জনসমাগম বহুদিন পর দেখা গেল, যা আবারও প্রমাণ করে, এই জনপদে গণতন্ত্রবিরোধীদের ঠাঁই নেই।