ডিসেম্বর ১, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের মত বিএনপি নেতারা অন্যায় করলে জনগণ গ্রহণ করবেনা : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দলটা আপনাদের, ধানের শীষটা আপনাদের এটা রক্ষা করার দায়িত্বটাও আপনাদের। আমি আমার নেতাকর্মীদের বলতে চাই। আওয়ামী লীগের মত আপনারা কেউ অন্যায় করবেন না। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না। মানুষ ভালোবাসবে না। আওয়ামী-লীগকে যেভাবে ছুঁড়ে ফেলেছে আপনাদেরকেও ছুড়ে ফেলে দিবে। সুতরাং অন্যায় যাতে না করেন সেদিকে খেয়াল রাখবেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, নেতাদেরকে অনুরোধ করবো নিজেরা অত্যন্ত শক্ত হয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করুন। অন্যথায় আমাদের জেলার নেত্রীবৃন্দদের বলবেন অন্যথায় পুলিশের কাছে তুলে দেবেন।

মির্জা ফখরুল তার একছাত্রকে দেখে বলেন, এরকম অনেক আছে আমার ছাত্ররা। যারা চাকুরিতে টিকে গেছে। আমার সাথে দেখা করত না। দেখা করলে যদি চাকরিটা চলে যায়। কিন্তু আমরা এমনটা চাইনা। এই দেশটা বদলাতে চাই। তুমি যেই দলই কর, তুমি এই দেশেরই মানুষ। এই দেশের নাগরিক। তোমার একটা মত থাকতেই পারে। কেউ বিএনপি করতে পারে কেউ আওয়ামী লীগ করতে পারে। কেউ জামাতে ইসলামি করতে পারে। কেউ ছেলেদের নতুন দল করতে পারে। তার জন্য কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখা সাক্ষাত হবে না। এই সমাজটাকে বদলাতে হবে। আমরা সেই জন্যই পরিষ্কার করে বলছি এবং ৩১ দফা দিয়েছি সংস্কারের। আমরা কোন বিভেদ রাখতে চাই না।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print