ঠাকুরগাঁওয়ে নিখোঁজের একমাস পর মাদ্রাসার পাশের একটি আখ ক্ষেত থেকে নোমান হোসেন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর দেহবিহীন মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। খুলিটির পাশের পরে ছিলো নিখোঁজ নোমানের পরনের কাপড়।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপরতলী এলাকার হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পাশের একটি আখক্ষেত থেকে এই মাথার (খুলি) অংশটি উদ্ধার করা হয়।
নিহত নোমান হোসেন বেগুনবাড়ি হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার, নুরানি বিভাগের ছাত্র ছিলেন।
নিহত নোমান দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার জাকিরুল ইসলামের ছেলে।
স্বজন ও স্থানীয়তের বরাতে জানা যায়, গত ৩০ শে নভেম্বর নিখোজ হয় নোমান। এর পর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরী করেন নিহতের পরিবার। এরপরেও সন্ধান মেলেনি নোমানের।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার অংশ বিশেষ অর্থাৎ মাথার খুলি উদ্ধার করেছে। ডিএনএ পরিক্ষার বোঝা যাবে মাথার অংশ ওই শিশুর কিনা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান জানান,বিষয়টি তদন্ত করছে পুলিশ। লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। পরে জানা যাবে প্রকৃত ঘটনা এটি হত্যাকান্ড নাকি অন্যকিছু।
