বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ রবিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম এলাকার আজিজার রহমানের ছেলে নাইম হোসেন (২৪) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে শেরেকুল ইসলাম (২৫)।
আদমদীঘি থানার উপ পরিদর্শক হযরত আলী জানান, শনিবার রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম নিজ এলাকায় একটা জায়গায় ওই দুই যুবক গাঁজা সেবন করছিলো। এমন তথ্যের ভিত্তিতে তাদের সেবনকালে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
