ডিসেম্বর ১, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ণ

আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১। ছবিঃ ইন্টারনেট
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১। ছবিঃ ইন্টারনেট

বগুড়া, ১৫ মে ২০২২: বগুড়ার আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৮) এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টায় আদমদীঘি রেলস্টেশনের পশ্চিম পাশের আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিহাটগামী লালমনি এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি আদমদীঘি রেলস্টেশনের পশ্চিম পাশের আউটার সিগনাল অতিক্রম করার সময় অজ্ঞাত ওই নারী ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাথা থেতলে ও হাত ভেঙে ঘটনাস্থলে মারা যায়।

পুলিশ খবর পেয়ে সকাল ৯ টায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে প্রেরণ করেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর মৃত্যুর কারণ এবং পরিচয় এখনো পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print