মে ৯, ২০২৪ ৬:১৮ এএম

আদমদীঘিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

বগুড়ার আদমদীঘিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার দিনব্যাপী উপজেলার কয়েকটি অটো রাইস মিল, গোডাউন, চালের আড়তদার ও বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

পরিদর্শনকালে তিনি জানান, মিলার ও আড়তদাররা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে ব্যাপারে কঠোর নজর দেওয়া হচ্ছে। সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ চাল মজুত রয়েছে। চালকলেও মজুত অনেক। ফলে দাম বাড়ার কোনও কারণ নেই। অন্যথায় অবৈধভাবে কেউ চাল মজুত রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print