মে ৫, ২০২৪ ১০:১২ এএম

আদমদীঘিতে বৃষ্টির আশায় ইসতিসকা নামাজ আদায়

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় বগুড়ার আদমদীঘিতে ইসতিসকা নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার নসরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের ঈদগাহ মাঠে সালাতুল ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার এ নামাজ আদায় করেন তাঁরা।

এ ইসতিসকা নামাজের ইমামতি করেন নসরতপুর বাজার মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।

এসময় দুই রাকাত নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে তাঁরা মোনাজাত করেন।

নামাজে অংশগ্রহণ করেন ধনতলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোফাজ্জল হক, ধনতলা মাদ্রাসার মাওলানা হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা ইউনুস আলী, পূর্ব মুরইলের জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিনসহ স্থানীয় দুই শতাধিক মুসল্লিরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print