ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ

আদমদীঘিতে সার গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ১০৭০ বস্তা সার জব্দ- জরিমানা

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার আদমদীঘিতে খুচরা সার ব্যবসায়ীর গোপন গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৭০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার মুরইল বাজার এলাকায় ওই সার ব্যবসায়ীকে দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

জানা যায়, উপজেলার মুরইল বাজারের রায়কালী রোডে মেসার্স রাফি ট্রেডার্স নামক কীটনাশক ও খুচরা সার ব্যবসায়ী হাজী আশরাফ আলী মৃধা দীর্ঘ দিন ধরে গোপন গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া ও নন-ইউরিয়া সার অবৈধ ভাবে মজুত করে উচ্চ মুল্যে বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিষয়টি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে অবিহিত করেন কৃষি অফিসার। এরপর এদিন বেলা পৌনে তিন টার দিকে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

অভিযানের সময় পাচার করার জন্য একটি ট্রাকে বোঝাই করা অর্ধট্রাক ও গোপন গুদামে থাকা আট শত বস্তা এমওপি, ১৭০ বস্তা ডিএপি এবং এক শত বস্তা টিএসপি মোট এক হাজার ৭০ বস্তা সার আটক ও জব্দ করার পাশাপাশি অবৈধ মজুতদারির অপরাধে ২০০৬ সালের সার আইনে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় যৌথ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় দেড় ঘন্টা ধরে চলা ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটরের দ্বায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম। জব্দ করা সারের ডিলার পর্যায়ে মোট মুল্য ১০ লাখ ছয় হাজার পাঁচ শত টাকা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print