ডিসেম্বর ১, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

আদালত থেকে পালিয়েছে ডাকাতি মামলার আসামি

কারাগারে পাঠানোর আদেশ শুনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে গেছে ডাকাতির মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ। তিনি হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি ছিলেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত থেকে পালিয়ে যায় আরিফ। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ে।

তিনি বলেন, এরই মধ্যে আসামি পলাতকের ঘটনায় রাজধানীর কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুইজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া আদালত প্রাঙ্গনের নিরাপত্তা আরও জোরদার করা হবে। আর পলাতক আসামি আরিফকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান জুবায়ের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালত থেকে পালিয়ে যান তিনি। তখন আসামির দায়িত্বে ছিল পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজল।

সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং তার বিরুদ্ধে মামলা করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print