‘আপ বাংলাদেশ’ বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক অলিউল হাসান শিমুল।
‘আপ বাংলাদেশ’ বগুড়া জেলার সদস্য সচিব মোহসিনুল হাসান রিফাত এর সঞ্চালনায় উক্ত পরিচিতি সভায় বগুড়া জেলার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথি হিসেবে আপ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার রাকিব সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জুলাই নিয়ে স্মৃতিচারণ করেন এবং জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় পুনঃব্যক্ত করেন।
খুব অল্প সময়ের মধ্যে আপ বাংলাদেশ জনমনে জায়গা করে নিবে ও দেশ গড়ার দায়িত্ব পালন করতে সক্ষম হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সর্বপরি দেশ ও জাতির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে উক্ত প্রোগ্রামের সমাপনী ঘোষণা করা হয়।