আবরার ফাহাদ-এর মৃত্যুবার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় সংগঠনের শহর কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বগুড়া শহর শাখার অফিস সম্পাদক সজিবুল ইসলাম সজিব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল্লাহ খন্দকার বলেন, “আবরার ফাহাদ জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন কীভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তাঁর আত্মত্যাগের মাধ্যমে দেশের ঘরে ঘরে আবরার ফাহাদের চেতনা জেগে উঠেছে।”
অনুষ্ঠান শেষে আবরার ফাহাদসহ সকল নির্যাতিত শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।