খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারী ও গুপ্ত সংগঠের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হোন তারা।
কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা নিঃসন্দেহে মানবতাবিরোধী। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় রবি ছাত্রদল।
যুগ্ম আহবায়ক এস এম মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘সারাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রতিনিয়ত যে গুপ্ত হামলার শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা তা নিয়ে আমরা শঙ্কিত! সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে কারা সাধারণ শিক্ষার্থীদের উপরেই হামলা চালাচ্ছে সেটা খুব পরিষ্কার।সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা জাতির মেধাবী সন্তানদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন ও ক্যাম্পাস গুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য গুপ্ত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।’
যুগ্ম আহবায়ক সরদার জহুরুল বলেন, ‘কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দিবে না বাংলাদেশ ছাত্রদল এবং যেকোন প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল।’
রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘গণঅভ্যুত্থানের পর দেশে যত হামলা হয়েছে তার পিছনে গুপ্ত বাহিনী শিবিরের হাত রয়েছে। গতকাল চট্রগ্রামে আমাদের বোনের উপর যে হামলা হয়েছে তার বিচার এখনো পাইনি। দুইদিন আগে রাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের উপর হামলা চালিয়ে শিবির তার পূর্বের ধারার রাজনীতি শুরু করে দিয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সুষ্ঠু ধারার রাজনীতি না করলে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই’।
এ সময় বিক্ষোভ মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
